ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভে বক্তারা

আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা, সিন্ডিকেটের দায় নিতে হচ্ছে মানুষকে

আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা, সিন্ডিকেটের দায় নিতে হচ্ছে মানুষকে

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৮

অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশ এবং পাচারকৃত অর্থ উদ্ধারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছে বাম গণতান্ত্রিক জোট। প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশের সব কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। 

আজ সোমবার বাম গণতান্ত্রিক জোট এই কর্মসূচি পালন করছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা স্বাধীনভাবে পরিচালিত হয় না। যে কারণে অর্থ পাচার হয়। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা হচ্ছে। বাজার সিন্ডিকেট হচ্ছে। যার দায় নিতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন

×