ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানব পাচার রোধে ভিসা যাচাই করবে সিআইডি

মানব পাচার রোধে ভিসা যাচাই করবে সিআইডি

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ২২:৫৫

মানব পাচার রোধে বিদেশগামীদের ভিসাসহ অন্যান্য তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত সংস্থাটি বিদেশে যাওয়ার আগে তাদের মানব পাচার সেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের মানব পাচার বা প্রতারিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক তথ্য দেওয়ার অনুরোধ করেছে।

বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধি দলের সঙ্গে সিআইডির মানব পাচার বিভাগের মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে। এতে উপস্থিত ছিলেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানসহ কর্মকর্তারা। 

মতবিনিময়ে সিআইডি এবং ইউএনওডিসির কর্মকর্তাদের মধ্যে মানব পাচার, মানি লন্ডারিং প্রতিরোধ ও তদন্তে আইনি সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।  

মানব পাচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে সিআইডি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি একটি ‘মানব পাচার সেল’ গঠন করেছে। এই সেল মানব পাচারের শিকার ভুক্তভোগীদের সহায়তা করে থাকে। তা ছাড়া মানব পাচার-সংক্রান্ত মামলা করা, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নিয়মিত অভিযান পরিচালনা করে। 

সিআইডি জানায়, মতবিনিময়ে মানব পাচারে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মামলা তদন্ত, প্রসিকিউশন, বিচার ব্যবস্থাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন সিআইডিপ্রধান। এ ছাড়া ইউএনওডিসির প্রতিনিধি মানব পাচার অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, তথ্য শেয়ারিং, তদন্ত তদারকি ও তদন্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভুক্তভোগীরা সরাসরি সিআইডির মানব পাচার সেলে অভিযোগ (হটলাইন-০১৩২০০১৭০৬০) করতে পারবেন। 

আরও পড়ুন

×