পুলিশের রেডিও ডিভাইস ক্রয়ে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১৯:২০
পুলিশের রেডিও ডিভাইস ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আজ রোববার এ সংক্রান্ত আদেশের অনুলিপি প্রকাশ করা হয়েছে।
আদালতে রিটকারী প্রতিষ্ঠান হাইটেরা কমিউনিকেশনস করপোরেশন লিমিটেডের পক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মণ্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
পরে আদেশের বিষয়ে মিন্টু কুমার মণ্ডল জানান, গত বছরের ২ আগস্ট পুলিশ টেলিকম সংস্থা বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য দুটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে ৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান শর্তপূরণ করতে না পারায় শুধু হাইটেরা কমিউনিকেশনস টিকে থাকে। এরপর পরবর্তী প্রক্রিয়া শেষ করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগার কথা থাকলেও ৭০ থেকে ৭৫ দিনে দরপত্র নিষ্পত্তি করা হয়নি।
আইনজীবী আরও জানান, শর্তপূরণ করতে না পারা একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পুনঃদরপত্রের প্রক্রিয়া চলছে। এরপর এই টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়ম তুলে ধরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে গত ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করে হাইটেরা কমিউনিকেশনস করপোরেশন লিমিটেড। তবে দীর্ঘদিনেও আবেদনটি নিষ্পত্তি না করায় কোম্পানি আদালতে রিট করে।
- বিষয় :
- বাংলাদেশ পুলিশ
- হাইকোর্ট