ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্যাংক ম্যানেজার নেজামের কাছে কী জানতে চেয়েছিল কেএনএফ

ব্যাংক ম্যানেজার নেজামের কাছে কী জানতে চেয়েছিল কেএনএফ

উদ্ধারের পর ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে শুভেচ্ছা জানান র‍্যাব কর্মকর্তারা

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১৭:৫৭

সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের পর গহীন পাহাড়ে নিজেদের গোপন আস্তানায় নিয়ে গিয়েছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। র‍্যাবের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

অপহরণের পর নেজাম কীভাবে ৪৭ ঘণ্টা কাটিয়েছেন, তা খুঁজতে গিয়ে কেএনএফ সম্পর্কে চমকপ্রদ অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাননি।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে বান্দরবানের রুমা উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর কেএনএফ সন্ত্রাসীরা নেজামের কাছে জানতে চায়, তার ব্যাংকের ভল্টে কত টাকা ছিল।

এর আগে অপহরণের পর নেজামকে রাতে পাহাড়ি পথে ২ ঘণ্টা হাঁটিয়ে কেএনএফ আস্তানায় নেওয়া হয়। পথ চলার জন্য তাঁকে একটি বাটন ফোন দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি ও থানায় হামলার পর ফের আলোচনায় এসেছে কেএনএফ। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে এসেছে, কেএনএফ তাদের অস্ত্রের মজুত বাড়িয়েছে। তাদের সশস্ত্র শাখারও শক্তি বৃদ্ধি করেছে। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা ধারাবাহিকভাবে হামলা করছে।

সংগঠনটির সশস্ত্র শাখাকে চিহ্নিত করার জন্য একাধিক টিম গঠন করেছে পুলিশ। তবে গতকাল পর্যন্ত কেএনএফের কেউ আটক হয়নি।

আরও পড়ুন

×