ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

ছবি - সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১৬:৪০

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ট্র্যাকের চাকায় পিষ্ট হয়ে আজগর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের এফার আলীর ছেলে।

এ ঘটনায় পিকআপটি জব্দ ও এর চালক মামুনুর রশিদকে আটক করেছে পুলিশ। আটক মামুনুর রশিদ জয়পুরহাট জেলার সদর উপজেলার হিসমি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার পাশে আজগর আলী দাঁড়িয়ে ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ সজোরে এসে তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজগর আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। পথেই তার  মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গাড়ির চালককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×