অর্থ আত্মসাৎ মামলা
জামিন পেলেন ড. ইউনূস

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪ | ১২:৫৩ | আপডেট: ০২ মে ২০২৪ | ১৪:৪৮
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
একইসঙ্গে এ মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ জুন নতুন তারিখ ধার্য করেন আদালত।
এর আগে আজ সকালে ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী পূর্বশর্তে জামিন চেয়ে আবেদন করেন। এরপর হাজিরা দিতে সকাল ১১টা ২০ মিনিটে ড. ইউনূস আদালতে পৌঁছান।
এ সময় গ্রামীণ টেলিকমের ৭ পরিচালকও ছিলেন। বাকি আসামিরাও আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন।
এ মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।
২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার।
দুদকের করা মামলায় আসামি ছিলেন ১৩ জন। তবে চার্জশিটে নতুন একজন আসামির নাম যুক্ত হয়েছে।