পাসের হার বাড়লেও খালি থাকবে আসন

ফাইল ছবি
মাজহারুল ইসলাম রবিন
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০১:২৬ | আপডেট: ১৩ মে ২০২৪ | ০৮:৫৯
পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে। এ বছর মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন, যা গতবারের চেয়ে ২ দশমিক ৬৫ শতাংশ বেশি। এর বিপরীতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। পাস করা সব শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও খালি থাকবে আট লাখ ২৭ হাজার ৮৪৭ আসন। এরপরও অন্যান্য বছরের মতো এবারও ভালো কলেজগুলোতে ভর্তির জন্য চাপ থাকবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসন পাওয়ার প্রতিযোগিতায় নামতে হবে ভালো ফল করা শিক্ষার্থীদের।
আগামী ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকার শীর্ষ কলেজগুলোয় বরাবরের মতো ভর্তির লড়াইটা বেশি। এর মধ্যে ছাত্রদের পছন্দের শীর্ষে নটর ডেম কলেজ। এবারও খ্রিষ্টান ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নটর ডেম কলেজে আসন আছে ৩ হাজার ২৭০টি, রাজউক উত্তরা মডেল কলেজে ১ হাজার ৭০৪টি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ২ হাজার ২০০টি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১ হাজার ১৪টি, সরকারি বিজ্ঞান কলেজে ১ হাজার ২৪৫টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১৬৫টি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসন আছে ২ হাজার ৩৭৬টি, হলি ক্রস কলেজে ১ হাজার ৩৩০টি, ঢাকা কলেজে ১ হাজার ২০০টি, বিএএফ শাহীন কলেজের কুর্মিটোলা শাখায় ১ হাজার ২২০টি, বাংলাদেশ নেভি কলেজে ৯৫০টি, ঢাকা সিটি কলেজে ৩ হাজার ৭৬২টি, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে ১ হাজার ৯৮০টি, ঢাকা কমার্স কলেজে ৪ হাজার ৭০০টি, শহীদ পুলিশ স্মৃতি কলেজে ৮৮০টি, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ২ হাজার ৪৮৫টি এবং শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১২০টি।
সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সমকালকে বলেন, উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২৫ লাখের মতো আসন রয়েছে। কিন্তু মাধ্যমিকে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। কোনো সময়ই আসন সংকট হয় না। বরং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে সবাই ভর্তি হতে চায়। সেখানে আসন পেতে ভর্তিযুদ্ধে নামতে হয়।
- বিষয় :
- এসএসসি পাস
- শিক্ষাপ্রতিষ্ঠান