ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিপিপির শর্ত শিথিলের সুপারিশ সংসদীয় কমিটির

পিপিপির শর্ত শিথিলের সুপারিশ সংসদীয় কমিটির

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ০৫:৩৮

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধ বস্ত্রকলগুলো ফের চালু করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) শর্ত শিথিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে এর সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আশরাফ খান, আব্দুল মমিন মণ্ডল, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, রাগেবুল আহসান, নাসের শাহরিয়ার জাহেদী এবং মাসুদা সিদ্দীক বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে টেক্সটাইল জোন এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বন্ধ থাকা বিটিএমসির ১৬টি কারখানা পিপিপির ভিত্তিতে পরিচালনার জন্য অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে ফেনীতে অবস্থিত দোস্ত টেক্সটাইল মিলস চালুর জন্য পরপর তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেও কোনো দরপত্র পাওয়া যায়নি। এ পর্যায়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্টের চেষ্টা চলছে। আবার দরপত্র আহ্বান করা হবে। 

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় আরও জানায়, ১৬টি বস্ত্রকলের মধ্যে ঢাকার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস হস্তান্তরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। গাজীপুরে কাদেরিয়া টেক্সটাইল মিলের জমি ওরিয়ন-কাদেরিয়া টেক্সটাইলস লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুমোদন পেলে শিগগির সীতাকুণ্ডে অবস্থিত আর আর টেক্সটাইলস মিলস ও রাজশাহী টেক্সটাইলস মিলস চালুর জন্য বেসরকারি অংশীদারের সঙ্গে চুক্তি হবে। 
 

আরও পড়ুন

×