ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি রফিকুল আলম, সম্পাদক নূর আলম

১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি রফিকুল আলম, সম্পাদক নূর আলম

রফিকুল আলম ও মোহাঃ নূর আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ২২:৪৫

মো. রফিকুল আলমকে সভাপতি ও মোহা. নূর আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। 

নাসির উদ্দীন ও সাউদ নূর এ শফিউল কাদেরকে নির্বাহী সভাপতি এবং মো. শাহজাহান সিরাজ সম্রাটকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৭ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি হয়েছেন আব্দুর রহিম, জহিরুল ইসলাম খান, দীন মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, ইয়াসিন, শেখ আছাদুজ্জামান, সাইফুল ইসলাম, মো. বাদল হোসেন, মো. মিরাজ হোসেন, মোহাম্মদ আলী ও বাবু খান।

সংবাদ সম্মেলনে কর্মচারীদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার টাকা করাসহ পাঁচ দফা দাবি পেশ করা হয়। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবি জানান কর্মচারী নেতারা। এছাড়াও আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিল, আউটসোর্সিংয়ের সব কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তর, ব্লক পোস্ট বাতিল, সচিবালয়ের মতো করে সব ১৫ থেকে ২০ গ্রেডের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ, গ্র্যাচুইটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ঘোষিত বেতন স্কেল ১ থেকে ১০ গ্রেড পুননির্ধারণ, নিয়োগের ক্ষেত্রে রেল বিভাগের মতো ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ, পুলিশের মতো রেশন ব্যবস্থা চালু, নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে সমন্বয়, বাড়ি ভাড়া ৮০ শতাংশ, চিকিৎসা ভাতা ৩০০০, শিক্ষা ভাতা ২০০০, যাতায়াত ভাতা ২০০০, টিফিন ভাতা ১৫০০ এবং ধোলাই ভাতা ১০০০ টাকা করার দাবি জানানো হয়।

আরও পড়ুন

×