জন্মবার্ষিকীতে নানা আয়োজন
জাতীয় কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কবির পরিবারের সদস্যরা ফোকাস বাংলা
সমকাল ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৪ | ০০:৪৮
সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। সারা জীবন তিনি গান গেয়েছেন প্রেমের। কবিতার ছন্দে উঠে এসেছে মানবতার কথা, মানুষের অধিকারের প্রসঙ্গ। শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। ধর্ম, গোত্র, বর্ণ– সবকিছু ছাপিয়ে তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক।
গতকাল শনিবার ১১ জ্যৈষ্ঠ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভক্ত-অনুরাগীরা। এ ছাড়া আলোচনা, কবিতা, গানসহ নানা কর্মসূচি নেওয়া হয়।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান সকল স্তরের মানুষ। সকাল থেকে সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ শুরু হয়। শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সকালে শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। পরে তারা সমাধি প্রাঙ্গণে আলোচনা সভায় অংশ নেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন কবি পরিবারের সদস্যরাও।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ নেতারা শ্রদ্ধা জানান।
বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব প্রমুখ উপস্থিত ছিলেন।
কবির সমাধিতে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউট, কবি নজরুল সেনা, বাঁশরী, জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।
শিল্পকলা একাডেমির আয়োজন
কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ-গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
বগুড়া ব্যুরো জানায়, কবির জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে বগুড়া লেখক চক্রের উদ্যোগে দু’দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’-এর আয়োজন করা হয়। গতকাল শনিবার উৎসবের শেষ দিনে ক্লাবে ‘যুগে যুগে তারুণ্যের নজরুল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সারিয়াকান্দি পৌরসভার মেয়র মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কবি আলমগীর মালেক প্রমুখ। আলোচনা সভা শেষে কবিরা যমুনা নদীতে কবিতাভাসানে সারাদেশের শতাধিক কবি অংশ নেন। কবিতাভাসানে কবিরা বাঁশির সুরে সুরে স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর যমুনা নদীতে লেমিনেট করা কবিতাগুলো ভাসিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- নজরুল উৎসব