ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

২৫ ও ৫০ বছর পেরোনো ছয়টি সংবাদপত্রকে সম্মাননা দেবে নোয়াব

২৫ ও ৫০ বছর পেরোনো ছয়টি সংবাদপত্রকে সম্মাননা দেবে নোয়াব

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ২৩:০১

২৫ ও ৫০ বছর পেরোনো ছয়টি সদস্য সংবাদপত্রকে সম্মাননা দেবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। 

শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে এই সম্মাননা দেওয়া হবে।

নোয়াব সূত্রে জানা যায়, ২০২২ সালে ২৫ বছর পেরোনো সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা দেবে নোয়াব। এবার ২৫ বছর পেরোনো দুইটি ও ৫০ বছরের বেশি সময় অতিক্রম করে আসা চারটি সদস্য
সংবাদপত্রকে সম্মাননা দেওয়া হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আরও পড়ুন

×