ঈদযাত্রা
আকাশপথেও যাত্রীদের চাপ বাড়ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১৮:০৫ | আপডেট: ১৫ জুন ২০২৪ | ১৮:০৮
রাজধনীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আরজু মিয়ার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর উত্তরায় থাকেন। গতকাল শুক্রবার ঈদ উদযাপনে বিমানের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে রাজশাহীর উদ্দেশে সপরিবারে রওনা হন তিনি। বিমানবন্দরে কথা হয় তাঁর সঙ্গে। আরজু বলেন, ঈদে মা-বাবাসহ আত্মীয়স্বজনের সঙ্গে একসঙ্গে আনন্দ করতে বাড়ি যাচ্ছি। নিরাপদ, দ্রুত এবং আরামে গন্তব্যে পৌঁছাতে প্রায় ১৫ দিন আগে রাজশাহীগামী একটি এয়ারলরাইন্সের ফ্লাইটের টিকিট কেটেছেন তিনি।
আরজুর মতো অনেক সামর্থ্যবানই এখন ঈদসহ নানা উৎসবে সড়কপথে যানজট, দুর্ভোগ, ভোগান্তি আর ঝুঁকি এড়াতে বেছে নিচ্ছেন উড়োজাহাজ। শাহজালাল বিমানবন্দর কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক বিভিন্ন রুটেও যাত্রীর চাপ বাড়ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, প্রতিদিন শাহজালাল বিমানবন্দর দিয়ে ৩৫ থেকে ৩৬ হাজার যাত্রী আন্তর্জাতিক রুটে যাতায়াত করেন। প্রতিদিন গড়ে ১৭০টি উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণ করছে। তবে ঈদ উপলক্ষে প্রতিবারই ৪-৫টি অতিরিক্ত ফ্লাইট বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। এমনিতে অভ্যন্তরীণ রুটগুলোয় প্রতিদিন প্রায় ৭-৮ হাজার যাত্রী যাতায়াত করেন। এখন যাত্রীর চাপ আরও বেড়েছে।
ঈদ উপলক্ষে বিমানবন্দরে জনবল বাড়ানো হয়েছে জানিয়ে গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভসেক, এপিবিএন, পুলিশ, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিমানবন্দরে যাত্রীসেবায় সচল রয়েছে বিমানসহ দেশি-বিদেশি ৩৬টি এয়ারলাইন্স।
বর্তমানে অভ্যন্তরীণ রুটে বিমান ছাড়াও ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা নামে তিনটি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ায় সব এয়ারলাইন্সই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বলে জানিয়েছে।