ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে

বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ২১:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি উঠেছে। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বার্ষিক অধিবেশন ও বাজেট উপস্থাপন করা হয়। 

এ সময় নিজ বক্তব্য প্রদানের সময় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদানকৃত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানান। 

এর আগে একটি জাতীয় দৈনিকে উঠে আসে, বেনজীরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজীর। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। বেনজীরের তা ছিল না। বেনজীরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে। তিনি ছিলেন বেনজীরের ‘ডক্টরেট’ প্রোগ্রামের তত্ত্বাবধায়ক।

আরও পড়ুন

×