ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাংবাদিক নাদিম হত্যার আসামি বাবুর জামিন

সাংবাদিক নাদিম হত্যার আসামি বাবুর জামিন

মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:২৩

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছে বলে জানান মানিক।

জামালপুর বকশীগঞ্জের পাটহাটি এলাকায় গত বছরের ১৪ জুন রাতে একদল হামলাকারী সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনার দু’দিন পর নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।


 

আরও পড়ুন

×