ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোটা সংস্কার আন্দোলন

আগারগাঁও মোড়ে শেকৃবি শিক্ষার্থীদের অবরোধ

আগারগাঁও মোড়ে শেকৃবি শিক্ষার্থীদের অবরোধ

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেছেন শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: সমকাল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৬:১১ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৬:১২

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আশেপাশের অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে জড়ো হন শেকৃবি শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মিছিলটি নিয়ে আগারগাঁও মোড়ে জড়ো হয় তারা। পরে কয়েক শতাধিক শিক্ষার্থী নিয়ে আগারগাঁও মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

এসময় কোটা না মেধা, মেধা মেধা; যুদ্ধ হবে আরেকবার, করবো কোটা সংস্কার; কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর; আমার দেশ আমার মা, বৈষম্য মানি নাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×