ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ, পিএসসির চার কর্মকর্তাকে নোটিশ

কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ, পিএসসির চার কর্মকর্তাকে নোটিশ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০৯:৩৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১১:২৭

কোচিং বাণিজ্যে নিজেদের চার কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার তথ্য পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের দেওয়া কারণ দর্শানোর নোটিশে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান নোটিশ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ পাওয়া চারজন হলেন পিএসসির প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মনিরুল ইসলাম।

আরও পড়ুন

×