তালা ভেঙে হলে ঢুকলেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি-সংগৃহীত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪ | ০১:৪৩
তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রোববার বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তালা ভেঙে মীর মশাররফ হোসেন হলে প্রবেশ করেন।
এর পর একে একে ফজিলাতুন নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়। তবে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় গতকাল তারা হলে অবস্থান না করার সিদ্ধান্ত নেন। আজ থেকে হলে অবস্থান করার কথা জানিয়েছেন তারা।
এর আগে গত শনিবার বিকেলে শিক্ষার্থীরা জাবি প্রশাসনকে আবাসিক হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। ওই সময় শেষে গতকাল তারা হলের তালা ভাঙেন।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, ‘এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমরা জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি।’