ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারতীয় ভিসা কেন্দ্র আজ বন্ধ

ভারতীয় ভিসা কেন্দ্র আজ বন্ধ

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪ | ০৭:৫৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪ | ০৭:৫৮

বাংলাদেশে ভারতের ভিসা কেন্দ্রগুলো আজ সোমবার (৫ আগস্ট) বন্ধ থাকবে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

দূতাবাসের আরেক বার্তায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত পুলিশসহ ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

×