পদত্যাগ করলেন শাবি ভিসি ফরিদ

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ- ফাইল ছবি
শাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ | ১৮:০১
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে (শনিবার) মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এদিকে চলমান পরিস্থিতি ছাড়াও ২০২২ সালের ১৬ জানুয়ারি পুলিশ দিয়ে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি এবং মামলা করার দায়ে পরদিন ১৭ তারিখ শিক্ষার্থীরা এই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করেছিলেন। এই দাবিতে ২৪ শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে অনশন করেন। তখন সরকারের পক্ষ থেকে অধ্যাপক ড. জাফর ইকবাল এবং তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হক এসে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে অনশন ভাঙান। কিন্তু পরবর্তীতে সরকার উপাচার্যকে সরানোর কোনো উদ্যোগ না নেওয়ায় তিনি স্বপদে বহাল ছিলেন।
অন্যদিকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করার আগে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। এছাড়াও শিক্ষার্থীরা শাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেনের পদত্যাগ দাবি করলেও তিনি এখন পদত্যাগ করেননি। তবে দাবি আদায়ে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন।