ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিল ‘মায়ের ডাক’ 

গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিল ‘মায়ের ডাক’ 

জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে ‘মায়ের ডাক’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৩:১৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ১৪:০৯

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে 'মায়ের ডাক'। একইসঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশেরও দাবি জানানো হয়।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে এ সময় বেঁধে দেন ‘মায়ের ডাক’ এর অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই। তারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।

এর আগে মঙ্গলবার গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ প্রতিনিধিরা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা জানান সানজিদা ইসলাম।

তিনি বলেন, আমরা তিনটি দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছি। গুম, খুন ও হত্যা যারা করেছে,  তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজদের খুঁজে বের করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরসহ প্রতিটি টর্চার সেল থেকে বন্দিদের মুক্ত করে দিতে হবে।

মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলামসহ ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

সানজিদা বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সব কথা শুনেছেন এবং তিনি বলেছেন আশা রাখতে। তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন।’ এর আগে সকালে সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন। ‘আয়না ঘর– আয়না ঘর, খুলে দাও খুলে দাও’, ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম-স্বজনদের মুক্তি চাই’ বলে স্লোগান দেন তারা।

আরও পড়ুন

×