ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন প্রণয় ভার্মা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৩:৪৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ১৪:২৮

বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইক‌মিশনার প্রণয় ভার্মা। আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইক‌মিশনার সাংবা‌দিকদের এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন,

আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে এই বিষয়ে কোনো কথা বলেননি তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক মন্ত্রণালয়ে আসেন। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক।

আরও পড়ুন

×