ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

১৫ আগস্ট পালনে কর্মীদের চাপ প্রয়োগ, বেবিচক কর্মকর্তা লাঞ্ছিত

১৫ আগস্ট পালনে কর্মীদের চাপ প্রয়োগ, বেবিচক কর্মকর্তা লাঞ্ছিত

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ২২:৩৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ২৩:১৬

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ১৫ আগস্টে শোক দিবস পালনের জন্য অধস্তন কর্মীদের চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম রাশিদা সুলতানা। তিনি বেবিচকের উপ-পরিচালক পদে কর্মরত। পরে তাকে লাঞ্ছিত করেছে ক্ষুব্ধ কর্মীরা।

কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) সক্রিয় রয়েছে তার সরকারের একটি সিন্ডিকেট। প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারীর শক্তিশালী ওই সিন্ডিকেটের অন্যতম হোতা রাশিদা সুলতানা। বৃহস্পতিবার ১৫ আগস্ট উপলক্ষে জাতীয় শোক পালনের জন্য বিভিন্ন কর্মীকে চাপ দিতে থাকেন তিনি। এ সময় ক্ষুদ্ধ কর্মীরা তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়।

বেবিচকের এক কর্মকর্তা জানান, ১৯৯৮ সালের ১১ আগস্ট শেখ হাসিনা সরকারের সময় বেবিচকের সিকিউরিটি কর্মকর্তা পদে নিয়োগ পান রাশিদা সুলতানা। চাকরিতে তার বয়স না থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে মুক্তিযোদ্ধা কোটায় এককভাবে (একটি মাত্র পদে) তাকে সরাসরি নিয়োগ দেওয়া হয়।

শেখ হাসিনার দেড় যুগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে প্রমোশনসহ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রাশিদার বিরুদ্ধে। এছাড়া তার রোষানলে পড়ে পদায়ন থেকে বঞ্চিতসহ নানা হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন বেবিচকের অনেক কর্মকর্তা-কর্মচারী।

ভুক্তভোগী কর্মীরা বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পরও বেবিচকে দমেনি ওই সরকারের সিন্ডিকেট। বেবিচকের সদর দপ্তরসহ বিভিন্ন কর্মকর্তার দপ্তরে সক্রিয় রয়েছে তারা। এছাড়া ঢাকাসহ বিভিন্ন বিমানবন্দরে দাপটের সঙ্গে আছে তারা।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া সমকালকে বলেন, উপ-পরিচালক রাশিদা সুলতানাকে কর্মীদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে বাসায় পাঠানো হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও কী কারণে ১৫ আগস্ট পালনের চেষ্টা করেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেবিচকের এ চেয়ারম্যান জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা, উন্নত সেবাসহ বিভিন্ন উন্নয়ন কাজের গতি বাড়াতে ঢাকাসহ দেশের সব বিমানবন্দরে কার্যক্রম ঠেলে সাজানো হবে। ঢাকার তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে কাজ চলছে।

আরও পড়ুন

×