বিইআরসির নতুন চেয়ারম্যান জালাল আহমেদ

জালাল আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ০০:৩৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ | ১৩:১৫
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জালাল আহমেদ। শর্তসাপেক্ষে তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সাবেক চেয়ারম্যান নূরুল আমিনের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। এর আগে বুধবার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে কমশিনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন নূরুল আমিন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, জালাল আহমেদের চাকরি কমিশনের সার্বক্ষণিক চাকরি হিসেবে বিবেচিত হবে এবং কমিশনে নিযুক্ত থাকা অবস্থায় তিনি লাভজনক অন্য কোনো চাকরিতে নিয়োজিত হতে পারবেন না। নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে বা বেনামে (পোষ্যদের নামে) বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
তিনি যে কোনো সময় ১ মাসের নোটিশ প্রদানপূর্বক রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন, তাঁর অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ১১ ধারা প্রযোজ্য হবে। তিনি অর্থ বিভাগের চিঠি অনুসারে বেতন-ভাতা পাবেন। চাকরি সংক্রান্ত অন্যান্য শর্তও কমিশন আইন ২০০৩ দ্বারা ও তৎপরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে প্রণীতব্য আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে।
জালাল আহমেদের গ্রামে বাড়ি হবিগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরির মেয়াদকালে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঠাকুরগাঁও ও ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে অধিষ্ঠিত ছিলেন। জালাল আহমেদ গৃহায়ণ ও গণপূর্ত সচিবের একান্ত সচিব, জ্বালানি বিভাগে সিনিয়র সহকারী সচিব, অর্থ বিভাগে উপসচিব, হাইড্রোকার্বন ইউনিটের উপ-পরিচালক এবং জ্বালানি বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সিভিল সার্ভিস থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশের অন্যতম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করে বেসরকারি খাতে স্থানান্তরিত হন। এছাড়া ২০২৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত হন।
- বিষয় :
- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন