দায়মুক্তি আইনের ৪৩টি বিদ্যুৎ প্রকল্প বাতিল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২২:২৮
দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইনে (বিশেষ বিধান) অনুমোদিত ৪৩টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দায়মুক্তি আইন নামে পরিচিত এই বিধানের আওতায় টেন্ডার ছাড়াই প্রকল্প অনুমোদন দিত আওয়ামী লীগ সরকার। মোট তিন হাজার ৬৩০ মেগাওয়াটের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১২টি কুইক রেন্টাল প্রকল্প এবং ৩১টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, কুইক রেন্টাল প্রকল্পগুলোর মেয়াদ কয়েক দফা বাড়িয়ে এখন ‘বিদ্যুৎ নেই, অর্থ নেই’ এমন চুক্তির আওতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। আর নবায়নযোগ্য প্রকল্পগুলো তড়িঘড়ি করে দেওয়া হয়েছে যেগুলোর তেমন প্রয়োজন নেই।
গত ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান স্থগিত করে।
এদিকে আজ বৃহস্পতিবার সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সঙ্গে এক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান বলেন, সরকার প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প স্থাপনে বেসরকারি খাতকে উৎসাহিত করবে।
- বিষয় :
- জ্বালানি খাত
- বিদ্যুৎ বিভাগ
- আওয়ামী লীগ