ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, ঢামেকে ভর্তি

হাজী মোহাম্মদ সেলিম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৫৬
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ডিবি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাজী মো. সেলিমকে একটি সাদা মাইক্রোবাসে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। তাকে ভর্তি দেওয়া হয়েছে।
গত রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিম গ্রেপ্তার করে।
সোমবার তাকে আদালতে হাজির করা হয়। পরে হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
- বিষয় :
- হাজী সেলিম
- রিমান্ড