ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলাকারী লিটনসহ গ্রেপ্তার ৩

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের আরাফাত গ্রেপ্তার

কুমিল্লায় গুলিবর্ষণকারী আ’লীগ নেতা আটক

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের আরাফাত গ্রেপ্তার

আরাফাত হোসেন, লিটন আকন্দ

 সমকাল প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ০০:১৬

ঢাকার আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। আর কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী।  
র‍্যাব সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন (৫ আগস্ট) আশুলিয়ায় গুলিতে নিহত আন্দোলনকারীদের লাশ পোড়ানোয় জড়িত ছিলেন আরাফাত হোসেন। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকজনের মৃতদেহ স্তূপ করে রাখা হয়েছে। রাস্তা থেকে আরেকজনের মৃতদেহ দু’জন মিলে চ্যাংদোলা করে ভ্যানে তুলছেন। যারা লাশ তুলছেন, তাদের গায়ে ‘পুলিশ’ লেখা জ্যাকেট রয়েছে। পাশেও দাঁড়িয়ে ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। পরে জানা যায়, ঘটনাটি ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ঘটে। সেখানে থাকা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে শনাক্ত করা হয়। 

বরিশাল ব্যুরো জানিয়েছে, আরাফাত বরিশালের হিজলা হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের মো. আরিফের ছেলে। বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরিফ হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। অবসরের পর আরিফ পরিবারসহ ঢাকায় চলে আসায় আরাফাতদের গ্রামের বাড়িতে খুব একটা যাতায়াত ছিল না। 
এদিকে যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাপাতি নিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা যায়, ওই ব্যক্তির নাম লিটন আকন্দ। তাঁকে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। যাত্রাবাড়ীতে তাঁর গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদক এবং গান পাউডারও উদ্ধার করা হয়েছে।

আর কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো নাজমুল ইসলাম জুয়েলকে বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে আটক করেছে যৌথ বাহিনী। জুয়েল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি দুর্গাপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
স্থানীয়রা জানান, গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরা বাজার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি করতে দেখা যায় জুয়েলকে। তাঁর গুলিবর্ষণের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন

×