এবার ৪৫ পুলিশ কর্মকর্তা বদলি

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০১
পুলিশের সর্বস্তরে রদবলের ধারাবাহিকতায় এবার অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়েছে।
পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত জিআইজি এবং ৩২ জন পুলিশ সুপার রয়েছেন। তাদের বদলি করে নতুন দায়িত্বে যুক্ত করা হয়েছে।
এর আগে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পদে বদলি করা হয়।
নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরিয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, নীলফামারীর পুলিশ সুপারকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মেহেরপুর ও চাঁদপুরে নতুন পুলিশ সুপারকে যুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপন দুটিতে বলা হয়।