ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাসপোর্ট অধিদপ্তরের আবু আসাদ এডিজি পদে পুনর্বহাল

পাসপোর্ট অধিদপ্তরের আবু আসাদ এডিজি পদে পুনর্বহাল

এটিএম আবু আসাদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪৪

আগের সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) এটিএম আবু আসাদকে। তাঁকে আবার একই পদে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এডিজি এটিএম আবু আসাদকে ২০২১ সালের ৩১ মে অবসরে পাঠানো হয়। 
রাষ্ট্রপতির আদেশক্রমে ওই অবসরের আদেশ বাতিল করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হলো। অবসরের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়ে তিনি কর্মরত ছিলেন মর্মে গণ্য হবেন।

বিধি মোতাবেক, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তিনি। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

×