ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুজিবুল, বাহাউদ্দিন ও খোকনের অভিযোগের অনুসন্ধান শুরু  

মুজিবুল, বাহাউদ্দিন ও খোকনের অভিযোগের অনুসন্ধান শুরু  

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ২০:৪৯

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ. ক. ম. বাহাউদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব-১ মোহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচারসহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া আ. ক. ম. বাহাউদ্দিনের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের পিএস মো. কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগেরও অনুসন্ধান শুরু হয়েছে।  

দুদক সূত্র জানায়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক রেলমন্ত্রীসহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। মুজিবুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

আ. ক. ম. বাহাউদ্দিন, সূচনা ও কামাল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ঘুষ নিয়ে আওয়ামী লীগের পদ বাণিজ্য, স্বর্ণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 

এ ছাড়া ম্যাক্স ও নগদ-এর মতো বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।     

আরও পড়ুন

×