মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেল ২ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৮:৪৪
এবার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ৩ হাজার ১০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের পাসের হার শতভাগ। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৪.৩৭ শতাংশ।
জানা যায়, কলেজটি থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ হাজার ৫০১ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৯৫২ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৮.০৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮১ জন পরীক্ষা দেন, পাসের হার শতভাগ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২৫ জন শিক্ষার্থী, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।
এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই সাফল্যের প্রকৃত দাবিদার। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।
- বিষয় :
- এইচএসসি
- এইচএসসির ফল প্রকাশ
- মাইলস্টোন কলেজ