স্থানীয় সরকার উপদেষ্টা বললেন
সাগর-রুনির মামলা তদন্তে বাধা এখন আর নেই

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ২১:৫৬
স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিপ্লব এখনও ফুরিয়ে যায়নি। মানুষ সংস্কার চায়, সেগুলো চলতে থাকবে। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারও আমরা দেখব। আলোচিত এ হত্যা মামলার তদন্ত যে কারণে বাধাগ্রস্ত হয়েছে, সে বাধা এখন আর নেই। গত ১৬ বছরে অপরাধে জড়ানো সবারই বিচার হবে।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবন মিলনায়তনে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান ও ক্র্যাব নাইট-২০২৪’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, ক্র্যাবের সাবেক সভাপতি ও এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন প্রমুখ। ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দেওয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এর আগে কেক কেটে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অতিথিদের বক্তব্য শেষে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ী তিন সাংবাদিককে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। বিজয়ীরা হলেন প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাজমুল সাঈদ ও ঢাকা পোস্টের জসীম উদ্দীন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে ক্র্যাব নাইটের সমাপ্তি ঘোষণা করা হয়।
- বিষয় :
- স্থানীয় সরকার