ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেবিচকের নতুন প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান

দুর্নীতির অভিযোগে ছুটিতে শহীদুল

বেবিচকের নতুন প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ | ২১:১৬

শেখ হাসিনা সরকারের আমলে বৈষম্যের শিকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী রোববার থেকে বেবিচকের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে দুর্নীতি মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার অভিযোগে প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শহীদুল আফরোজকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিবচক সংশ্লিষ্টরা।

শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈষম্যবিরোধী সংস্কার চলছে। এরই অংশ হিসেবে বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা বলেন, এ সংক্রান্তে বৃহস্পতিবার ডিপিসির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ। বৈঠকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা প্রকৌশলী শহীদুল আফরোজকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সমকালকে বলেন, বেবিচকে এখন আর বৈষম্যের শিকার হবে না কোনো কর্মকর্তা–কর্মচারী। প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে উন্নীত করা হয়েছে। আগামী রোববার থেকে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন

×