রাত ১০ টায় সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসবে তিন কলেজ

ফাইল ছবি
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৯:৪২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ২১:১৬
চলমান সহিংসতার সমাধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তিন কলেজের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন আজ রাত ১০টায়।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি মুখোপাধ্যায় বলেন, আজ রাত ১০টায় রাজধানীর রূপায়ন টাওয়ারে একটি বৈঠকের আহ্বান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক তারিকুল ফোন করে বলেছেন এ বৈঠকের মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে হয়তো। বৈঠকে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং সম্ভবত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিনিধিরাও থাকবেন।
কাকলী মুখোপাধ্যায় আরও বলেন, কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ আর ছাত্র প্রতিনিধিদের নিয়ে যেতে বলেছে। এছাড়া সমন্বয়করাও থাকবে।
তবে সমন্বয়ক তারিকুলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।