মোহাম্মদপুর থেকে ২টি অস্ত্র জব্দ করেছে সিটিটিসি

জব্দ করা দুটি অস্ত্র
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ০১:৫৬
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক এলাকা থেকে দুটি অবৈধ অস্ত্র জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার বিকালে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লক ও লালমাটিয়ার এফ ব্লকের পৃথক দুই বাসা থেকে অস্ত্র দুটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মো. ফারুক আহমেদ ও মো. গোলাম আযম চৌধুরী নামের দুই ব্যক্তি তাদের নিজেদের নামে লাইসেন্স করা দুটি বন্দুক প্রজ্ঞাপন অনুযায়ী থানায় জমা না দিয়ে নিজেদের কাছে রেখেছেন বলে তথ্য আসে। এমন তথ্যে ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রথমে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লকে অবস্থিত ফারুক আহমেদের বাসায় অভিযান চালানো হয়। ফারুক আহমেদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। পরে ওই বাসা থেকে .১২ বোর একনলা একটি বন্দুক জব্দ করা হয়।
তালেবুর রহমান জানান, এর পর লালমাটিয়ার এফ ব্লক অবস্থিত মো. গোলাম আযম চৌধুরীর বাসায় অভিযান চালানো হয়। পরে জানা যায়, অস্ত্রের লাইসেন্সধারী গোলাম আযম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। পরে তার বাসা থেকে .১২ বোর দোনলা একটি বন্দুক জব্দ করা হয়। পরে জব্দ করা বন্ধুক দুটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- রাজধানী
- অস্ত্র জব্দ