ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নদী ও বনভূমি দখলকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা  

নদী ও বনভূমি দখলকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা  

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০৪:৪৯

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে সরকার। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণরাও এসব কাজে এগিয়ে এসেছে। ধ্বংসাত্মক উন্নয়ন এড়িয়ে টেকসই উন্নয়নের পথে এগোনো হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব। 

রোববার সন্ধ্যায় বাংলাদেশ মিলিটারি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

এর আগে দুপুরে আগারগাঁও এনজিওবিষয়ক ব্যুরোতে এক অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রয়োজনীয় সংস্কারের জন্য কাজ করছে কমিশন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ন্যাপ পরিকল্পনায় নারীদের সম্পৃক্ত করার কথাও জানান তিনি।

আরও পড়ুন

×