ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ২১:১৯
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৫৫৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ হাজার ৫৬৯ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দু’জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দু’জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৪, ঢাকা বিভাগে ৫৫, ময়মনসিংহে ৯, চট্টগ্রামে ৪১, খুলনায় ৪৩, রাজশাহীতে ৪, রংপুরে ৩, বরিশালে ৩৩ এবং সিলেট বিভাগের হাসপাতালে দু’জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১২ জন; আর ৮৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫৯ হাজার ৭৫৬ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮১৩ জন।
ডিসেম্বরের প্রথম ১৮ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৮ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
- বিষয় :
- ডেঙ্গু রোগী
- ডেঙ্গু আক্রান্ত
- ডেঙ্গু