ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লামার ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

লামার ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

লামায় তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়িতে সেখানকার শিশুরা 

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৬

বান্দরবানের লামায় তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণসহ সব ধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে বার্তায় বলা হয়, বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

প্রেস উইং জানায়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযানও চালিয়েছে। এই ঘটনায় এজাহার (এফআইআর) দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা ঘটনাস্থলে যাবেন। আগুনে পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় ২৫ ডিসেম্বর মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৬টি ঘরে আগুন দেয়। এতে আনুমানিক প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

 

আরও পড়ুন

×