এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ: সারাদেশে গ্যাস সরবরাহ কমবে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪১
রক্ষণাবেক্ষণের জন্য বুধবার থেকে শনিবার পর্যন্ত ৭২ ঘণ্টা একটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকবে। এতে দিনে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমবে। এসময় বিদ্যুৎ, শিল্প ও বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট আরও বাড়বে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল মোট ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। এর ফলে বিদ্যুৎখাতে দৈনিক প্রায় ১৫ থেকে ১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।
এছাড়াও অন্যান্যখাতে প্রায় দৈনিক প্রায় ৫ থেকে ৭ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে। ফলে দেশের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সময় সামিটের এফএসআরইইউ দিয়ে দৈনিক প্রায় ৫৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট। আমদানি করা এলএনজিসহ পেট্রোবাংলা ২৭৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে।
- বিষয় :
- এলএনজি টার্মিনাল
- গ্যাস সরবরাহ