সাইবার সিকিউরিটি আইনের মামলায় খালাস পাচ্ছে ৯৫% আসামি

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৩:৩২
শিগগিরই খালাস পাচ্ছেন সাইবার সিকিউরিটি আইনে করা মামলার ৯০ থেকে ৯৫ শতাংশ আসামি। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি নীতি পরামর্শক ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে আনা পরিবর্তনগুলো তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, অতিরিক্ত সচিব কামরুন নাহার, উপসচিব মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গণমাধ্যমসহ সব পেশাজীবীর মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেবে নতুন অধ্যাদেশ। তবে জামিন আমলযোগ্য হিসেবে চারটি অপরাধকে রাখা হয়েছে। বিচারক চাইলে এই চারটি অপরাধে অপরাধীকে জামিন নাও দিতে পারেন। এটা বিচারকের স্বাধীনতার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন অধ্যাদেশে ২৪ ঘণ্টা ইন্টারনেট প্রাপ্তির অধিকার ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। সাইবার স্পেসে ঝুঁকি মোকাবিলার উদ্যোগ স্পষ্ট ও যৌন হয়রানিকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কনটেন্ট ব্লকের দিক থেকে স্বচ্ছতা ও জবাবদিহির কারণে ব্লক করার কারণ জানানোর বাধ্যবাধকতা রাখা, তল্লাশির স্বার্থে জব্দ করা জিনিসপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এবং জুলাই বিপ্লবের বিপক্ষে কিছু প্রকাশ করা যাবে না– এমন অনুরোধ উপেক্ষা করা হয়েছে। আগামীতেও কোনো সংযোজন-বিয়োজন করার প্রয়োজন হলে তা করা হবে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারাদেশে যত মামলা রয়েছে, সব প্রত্যাহার করা হবে। আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
- বিষয় :
- সাইবার হামলা