নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল স্বীকার সরকারের

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ০১:১১
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল– স্বীকার করেছে সরকার। তারা পুরো একাডেমি ঢেলে সাজানোর কথা জানিয়েছে। এ জন্য গঠন করা হবে সংস্কার কমিশন। এদিকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবিতে বাংলা একাডেমি ঘেরাও করেছেন কবি, লেখক ও কথাসাহিত্যিকরা।
বাংলা একাডেমি পুরস্কারের তালিকা নিয়ে বিতর্ক দেখা দিলে শনিবার সন্ধ্যায় তা স্থগিতের ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর পর গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, ‘বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল। পুরো একাডেমি ঢেলে সাজানো হবে। বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল। নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি।’
একই সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, কেউ যদি গণবিরোধী রাজনীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে। সম্প্রতি পুরস্কার ঘোষিত হলে নানা মহল থেকে আলোচনা হয়। এসব আমলে নিয়ে সাময়িক স্থগিত করা হয়েছে। তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে।
গতকাল দুপুরে বাংলা একাডেমির আমূল সংস্কার, ফ্যাসিবাদীদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করে ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’ ও ‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’ নামের সংগঠন। পরে একটি প্রতিনিধি দল বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে দেখা করে।
ঘেরাও কর্মসূচিতে কবি আবিদ আজম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের পুরস্কার স্থগিত নয়, বাতিল করতে হবে। স্বৈরাচারী সরকারের সময় বাংলা একাডেমিতে অনেক অযোগ্যকে নিয়োগ দেওয়া হয়েছে; তাদের বাদ দিতে হবে। পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন, তাদের নাম প্রকাশ করতে হবে।’
কথাসাহিত্যিক ও সাংবাদিক এহ্সান মাহমুদ বলেন, ‘বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন না করলে এ সমস্যার সমাধান হবে না। পুরস্কার স্থগিত করায় যোগ্যদেরও অপমান করা হলো। এ দায় পুরস্কারের জুরি বোর্ডকে নিতে হবে। জুরি বোর্ডে যারা আছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
কর্মসূচিতে বক্তব্য দেন কবি মঈন মুনতাসীর, কবি সাম্য শাহ, মাহবুব হাসান, শাকিল মাহমুদ, পলিয়ার ওয়াহিদ প্রমুখ।
- বিষয় :
- বাংলা একাডেমি