২০ উদ্যোক্তাকে সম্মাননা দিল এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০৯
২০ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেছে এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট। শুক্রবার রাজধানীর পর্যটন কর্পোরেশন ভবনের অডিটোরিয়ামে ‘৮ম এইচ বি সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনিতে’ এ সম্মাননা প্রদান করা হয়। এসময় ২০০ শিক্ষার্থীকে সার্টিফিকেটও প্রদান করা হয়।
এছাড়া ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ জন এতিম শিশুকে বিশেষ সুবিধা দেওয়া হয়। তাদের জন্য অনুদান ও উপহারসহ, এইচ বি এভিয়েশন ও স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্দ্যোগে ‘কিডস স্পেস ক্যাম্প’ এ ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচ বি এভিয়েশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান যাকি এস বারী। তিনি বলেন,‘এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট গত ৭ বছর ধরে এভিয়েশন ও ট্রাভেল এন্ড ট্যুরিজম সেক্টর এ উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে আসছে। এইচ বি এভিয়েশন শুধুমাত্র ট্রেনিং ই প্রদান করছেনা, ট্রেনিং শেষে শিক্ষার্থীদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও সহযোগিতা করছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সেইবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও সাইফুল হক, বাংলাদেশ বেতারের ডিরেক্টর জেনারেল এ এস এম জাহিদ, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, বিভিন্ন এয়ারলাইনস ও জিডিএসের জেনারেল ম্যানেজার এবং ট্রাভেল এন্ড ট্যুরিজম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্সটিটিউট ২০১৮ সাল থেকে এয়ারটিকেটিং প্রফেশন এর উপর ট্রেনিং প্রদান করে আসছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে এর শাখা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সম্মাননা