ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান

ক্লিনিকে চিকিৎসার টাকা ফেরত পাচ্ছেন আহতরা

ক্লিনিকে চিকিৎসার টাকা ফেরত পাচ্ছেন আহতরা

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:২০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:২১

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে যারা ক্লিনিকে (বেসরকারি হাসপাতালে) চিকিৎসাসেবা নিয়েছিলেন, তাদের খরচের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চিকিৎসা ব্যয়ের নথি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। যাচাই শেষে অর্থ পরিশোধ করা হবে।

গত মঙ্গলবার গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (যুগ্ম সচিব) মশিউর রহমানের সই করা প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দেওয়া হয়। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে রাজধানীসহ সারাদেশে ৮৩৪ জন শহীদ হয়েছেন। এ সময় ২২ হাজারের বেশি মানুষ আহত হন। তাদের বড় একটি অংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আরও ১২ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলমান। পাশাপাশি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে দেশের হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টাও অব্যাহত আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনে আহতদের মধ্যে যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাদের বিলের নথি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করতে হবে। নথিগুলো যাচাই করে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে পাঠাবে। সেল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবি করা অর্থ পরিশোধের ব্যবস্থা নেবে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েসাইটে (www.musc.portal.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন

×