বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ২০:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ | ২০:৫১
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ এর চারটি ধারার বৈধতা নিয়ে করা রিট শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এ ঘটনা ঘটে।
পরে রিট আবেদনটি শুনানির জন্য পরবর্তী নির্দেশনার জন্য এ সংক্রান্ত নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। বিধি অনুযায়ী প্রধান বিচারপতি রিট আবেদনটি শুনানির জন্য এখতিয়ার সম্পন্ন কোনো হাইকোর্টের কোনো বেঞ্চে পাঠাবেন অথবা নতুন বেঞ্চ গঠন করবেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করিম ও আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রিট শুনানির প্রাক্কালের জয়নুল আবেদীন বলেন, বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে এ রিট বিচারক নিয়োগে কাউন্সিল গঠন বিষয়ে।
তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আমি এখানে পক্ষ। কাউন্সিলের সদস্য হিসেবে সভায় ছিলাম। তাই আবেদনটি শুনতে পারছি না।’ তিনি রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেন। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আবেদন করেন। পরে আদালত বিব্রতবোধের কথা উল্লেখ করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।
গত ২১ জানুয়ারি উচ্চ আদালতে বিচারক নিয়োগের লক্ষ্যে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অধ্যাদেশ গেজেট আকারে জারি করে সরকার। পরে ওই অধ্যাদেশের চারটি ধারা সংশোধন চেয়ে ২ জানুয়ারি সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন আইনজীবী মো. আজমল হোসেন।
এ বিষয়ে তিন দিনের মধ্যে সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল। আইনি নোটিশের জবাব না পেয়ে পরে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে অধ্যাদেশের ৩, ৪, ৬ ও ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। অধ্যাদেশের ৩ ধারায় কাউন্সিল প্রতিষ্ঠা, ৪ ধারায় কাউন্সিল সচিব, ৬ ধারায় কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি এবং ৯ ধারায় আপিল বিভাগের বিচারক নিয়োগবিষয়ক সুপারিশ সম্পর্কে বলা রয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, বিচারক নিয়োগের অধ্যাদেশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও ইতোমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিচারক নিয়োগ কাউন্সিলে আইনজীবীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- হাই কোর্ট
- হাইকোর্ট
- বিচারক