ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আনন্দমোহন কলেজের এইচএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের খাবার বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫ | ১৫:৩৯ | আপডেট: ০১ এপ্রিল ২০২৫ | ১৫:৫৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ শহরে রিকশা ও অটোরিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করেছেন আনন্দমোহন কলেজের এইচএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল সোমবার ময়মনসিংহ শহরের কাচিঝুলি মোড়ে প্রায় তিন শতাধিক রিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

জানা গেছে, ঈদের দিন হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় শহরের রিকশাচালকরা খাবার সংকটে পড়েন। তারা যাতে খেয়ে রিকশা চালাতে পারেন সেজন্য খাবারের ব্যবস্থা করা হয়। 

খাবার বিতরণ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ আলী। এইচএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থী হাসনাত জামান সাগরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান মিন্টু, মোহাম্মদ অলিউর রহমান স্বপন, প্রফেসর আহাম্মদ হাসান জিন্নাহ,,হরিমোহন পণ্ডিত, শামসুল্লা সাগর, অধ্যাপক মনির মোস্তফা, নূরে আলম শিশির, ফরিদ আহমদ, হুমায়রা তাসরিন শাম্মী প্রমুখ।

আরও পড়ুন

×