হারাম টাকা দিয়ে ইবাদত হয় না: ধর্ম উপদেষ্টা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ২০:০০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হালাল টাকা খরচ করে হজ করতে হবে। হারাম টাকা দিয়ে ইবাদত হয় না। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে সুদ-ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর প্রবণতা আছে। তবে অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, লুটেরা, সুদখোর, ঘুষখোর যখন কাবা শরিফে গিয়ে বলে– আল্লাহ আমি হাজির, তখন ফেরেশতারা সমস্বরে বলতে থাকেন, তোমার হাজিরা কবুল হয়নি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজব্রত পালনে শারীরিক কষ্ট ও অর্থ ব্যয়ের বিষয় জড়িত। কোনো কোনো ক্ষেত্রে পরিবহন সেবা নাও পাওয়া যেতে পারে। হেঁটে মিনা-আরাফা-মুজদালিফায় যেতে হতে পারে। তাই হাজিদের কষ্ট স্বীকারের মানসিকতা থাকতে হবে। এ ক্ষেত্রে যত বেশি মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নেওয়া যাবে; হজের আনুষ্ঠানিকতা পালন তত বেশি সহজ হবে।
হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক ও হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, হজ অফিসের পরিচালক লোকমান হোসেন প্রমুখ।
ঢাকা জেলায় বেসরকারি মাধ্যমে হজযাত্রীদের মধ্যে আজ থেকে দুটি ব্যাচে সাত শতাধিক হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
- বিষয় :
- ধর্ম উপদেষ্টা