ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০৫:০৭

মে মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে আগামী জুনের মধ্যে ডাকসু নির্বাচন চেয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্ট করার দাবিও জানিয়েছে তারা। 

গতকাল বুধবার দুপুরে ডাকসুর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম কমিটমেন্ট ছিল সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবে ডাকসু নির্বাচন না দেওয়ার পাঁয়তারা চলছে। পেশিশক্তি ও কালো টাকার রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন দেওয়া উচিত।

তিনি বলেন, মে মাসের মধ্যে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে জুনের মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে। যদি কোনো মহল ডাকসু নির্বাচন বানচালের পাঁয়তারা করে, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনও যদি এমন করে, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

আরও পড়ুন

×