ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শিল্পাচার্য জয়নুলের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

শিল্পাচার্য জয়নুলের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

জাহানারা আবেদিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ২২:৩২

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার ছেলে ময়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

১৯৪৬ সালে জয়নুল আবেদিন ও জাহানারা বিয়ে করেন। শিল্পাচার্য ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত শান্তিনগরের বাড়িতে বাস করছিলেন জাহানারা।

ময়নুল আবেদিন বলেন, ‘আমার মেজ ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। তিনি আসার পর রোববার দুপুরে মিরপুরের বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।’

শ্রদ্ধা নিবেদনের জন্য জাহানারা আবেদিনের মরদেহ আগামী রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এরপর জোহর নামাজের পর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×