ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফরহাদ মজহার

 বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৫ | ২৩:৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমি কোনোভাবে চাইব না করিডোর দেওয়া হোক। করিডোর কখনও আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।’
শুক্রবার তিনি বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, যে গণঅভ্যুত্থান হয়ে গেল, তা কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে জনগণের ব্যানারে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। কী অভিপ্রায়ে গণঅভ্যুত্থান হলো, সে বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য নতুন সংবিধান না, নতুন গঠনতন্ত্রের প্রয়োজন। গঠনতন্ত্র মানে কিন্তু আইন না। ইংরেজরা আইন প্রণয়ন করে, আর জনগণ গঠনতন্ত্র করে। তাই আগে গঠনতন্ত্র তৈরি করে গণপরিষদ নির্বাচন করা প্রয়োজন, তার পর জাতীয় নির্বাচন। 

এদিকে আমাদের রংপুর অফিস জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকি আয়োজিত ‘গণঅভ্যুত্থান: রাষ্ট্র গঠন ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরহাদ মজহার। 
এর আগে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘গণঅভ্যুত্থান-উত্তর আলাপচারিতা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন ফরহাদ মজহার।  এ সময় উপাচার্য ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক বক্তব্য দেন।

আরও পড়ুন

×