গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে নীতিমালা দরকার: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫ | ১৯:১৮ | আপডেট: ০৪ মে ২০২৫ | ২৩:০৪
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, 'গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে নীতিমালা দরকার, যেন একচেটিয়া মালিকানা না গড়ে উঠে।'
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রোববার সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় জোনায়েদ সাকি বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা দলের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাবো। তবে স্বাধীনতার সীমা নির্ধারণ করা উচিত। প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার।' তিনি বলেন, 'যেন একচেটিয়া মালিকানা না গড়ে উঠে, সেজন্য গণমাধ্যমের মালিকানার বিষয়ে নীতিমালা দরকার। তবে এমন নীতিমালা থাকা যাবে না- যা গণমাধ্যমের গলা টিপে ধরে। ভয়হীন সমাজ তৈরি করতে চাই। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না- যা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে।'
তিনি আরও বলেন, 'নৈতিক সাংবাদিকতার জন্যই নীতিমালা থাকা উচিত। মব আক্রমণ চলছে। ভয়ের চোটে চাকরি চলে যাচ্ছে। রাষ্ট্র যদি মব আন্দোলন বন্ধ করতে না পারে, তাহলে রাষ্ট্রের অস্তিত্বই থাকে না।'
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতা এতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় প্রেস ক্লাসের সভাপতি কবি হাসান হাফিজ।
- বিষয় :
- গণসংহতি আন্দোলন
- সম্পাদক পরিষদ