ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্যামপুরের ডাইং বর্জ্য যাচ্ছে বুড়িগঙ্গায়

শ্যামপুরের ডাইং বর্জ্য যাচ্ছে বুড়িগঙ্গায়

শ্যামপুরের কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২২:৫৪

রাজধানীর বুড়িগঙ্গা নদীর শ্যামপুর অংশের ডাইং শিল্পের তরল বর্জ্য মিশে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। বেশির ভাগ কারখানার বর্জ্য শোধনাগার নেই। তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এমন পরিস্থিতিতে বুধবার বুড়িগঙ্গা নদীতে শ্যামপুরের কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়।

অভিযানের শুরুতেই কর্মকর্তারা নদীর তীরে একটি পাইপলাইনের মাধ্যমে দূষিত পানি সরাসরি বুড়িগঙ্গায় ফেলার দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেই বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। পরে দুটি ডাইং কারখানা পরিদর্শনে গিয়ে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ পাওয়া যায়। ময়লা পানি সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে। অভিযানের খবর জানার পর কারখানা কর্তৃপক্ষ ইটিপি চালু করে। এ সময় নদীর পানির নমুনাও সংগ্রহ করেন কর্মকর্তারা। 

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শ্যামপুর অংশে ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা আছে। যেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিতভাবে মনিটর করা না হলে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়বে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভার মাধ্যমে ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া জরুরি। কারখানাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×